Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

সিরাজগঞ্জ জেলার শিক্ষা ব্যাবস্থা

 

যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলার জনগণ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সঙ্গে লড়েও শিক্ষার প্রতি বিমুখ হয়নি। এই জেলায় প্রতি ১০০ জনে ৬৮ জন লোক শিক্ষিত। প্রতিনিয়ত নদীভাঙ্গনের ফলে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর করতে হয়। এতে শিÿার স্বাভাবিক গতি ব্যাহত হয়।সিরাজগঞ্জ জেলার চরাঞ্চল গুলোতে সরকারী প্রচেষ্টার পাশাপাশি বিভন্ন এনজিওর তৎপরতার কারণে চরাঞ্চলের জনগণের মাঝেও শিক্ষার হার সন্তোষজনক। শিক্ষাবিস্তারে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এ জেলা পিছিয়ে নেই।

 

এক নজরে সিরাজগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থা

 

·বে-সরকারী মেডিকেল কলেজ- ২ টি।

·সরকারী মাস্টার্স কলেজ- ১ টি।

·সরকারী ডিগ্রী কলেজ- ৪ টি।

·বে-সরকারী ডিগ্রী কলেজ- ৪০ টি।

·বে-সরকারী স্কুল ও কলেজ- ১৫ টি।

·সরকারী উচ্চ মাধ্যমিকস্কুল- ৩ টি।

·বে-সরকারী উচ্চ মাধ্যমিক- ২৯৫ টি।

·নিম্ন মাধ্যমিক স্কুল- ৭৬ টি।

·বে-সরকারী কামিল মাদ্রাসা- ২টি।

·বে-সরকারী ফাজিল মাদ্রাসা- ২৫টি।

·বে-সরকারী আলিম মাদ্রাসা- ১৯টি।

·বে-সরকারী দাখিল মাদ্রাসা- ১৬৫ টি।

·কারিগরি কলেজ (বিএম)- ১৭ টি।

·কারিগরি ভকেশনাল- ২১টি।

·অন্যান্য কারিগরি প্রতিষ্ঠান- ৬টি।

·সরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট- ১ টি।

·সরকারী প্রাথমিক স্কুল- ৮৮০ টি।

·রেজিস্টার ভুক্ত প্রাথমিক স্কুল- ৬৮৪ টি।

·কমিউনিটি স্কুল- ৩৪ টি।