Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে স্বাগতম।


‘উত্তরবঙ্গের প্রবেশদ্বার’ খ্যাত সিরাজগঞ্জ জেলার ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁতসমৃদ্ধ এ জেলায় রয়েছে যমুনা সেতু, হার্ডপয়েন্ট, ইলিয়ট ব্রীজ, নবরত্ন মন্দির, রবীন্দ্র কাছারি বাড়ি, মিল্কভিটাসহ অসংখ্য দর্শনীয় স্থান। এছাড়াও এ জেলায় জন্ম গ্রহণ করেছেন অসংখ্য প্রখ্যাত ব্যক্তিবর্গ যাদের দেশপ্রেম, সাহিত্য ও সংস্কৃতি চর্চা এদেশের ভূমন্ডলকে ছাড়িয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছে।

 

"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" এর এই যুগে এজেলার সকল গুরুত্বপূর্ণ তথ্যকে একসাথে পৃথিবীর যেকোন স্থান হতে প্রাপ্তির লক্ষ্যেই বিনির্মাণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা ওয়েব পোর্টাল। পোর্টালটিতে একনজরে সিরাজগঞ্জ জেলা সম্পর্কিত তথ্যসহ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলার গুরুত্বপূর্ণ দপ্তর ও বিভাগের প্রয়োজনীয় হালনাগাদ তথ্য। সেবা প্রত্যাশী যে কোন ব্যক্তি জেলার সকল বিভাগের প্রয়োজনীয় তথ্যাদি এ পোর্টালের মাধ্যমে জানতে পারবেন। ইতোমধ্যে দর্শনীয় স্থান, পুরাকীর্তি, জেলার ঐতিহ্য, জেলার পর্যটন আকর্ষণসমূহসহ আবাসন ব্যবস্থা সংক্রান্ত তথ্য ওয়েব পোর্টালের মাধ্যমে প্রচারের ফলে অসংখ্য পর্যটকদের দৃষ্টি আর্কষণ করা সম্ভব হচ্ছে।

 

এছাড়া জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সকল সেবা এবং সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানা যাবে। এখানে জেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিবরণসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরসমূহের কার্যক্রম ও কাঠামো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এ কার্যালয়ের বিবেচ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করা হয়। পাশাপাশি যে কোন অভিযোগ বা পরামর্শের জন্য সরাসরি এ তথ্য বাতায়ন www.sirajganj.gov.bd ব্যবহার করা যাবে। যে কোন কর্মকর্তাকে ই-মেইল করে প্রয়োজনীয় তথ্য জানানো এবং সংগ্রহ করা যাবে।


সকলের সুচিন্তিত পরামর্শ ওয়েবসাইটটিকে যেমন সমৃদ্ধ করতে পারে তেমনি সেবা প্রদানের ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতেও যথার্থ ভূমিকা রাখতে পারে। আপনাদের সকলের সহযোগিতায় ও ব্যবহারের ফলে তথ্য বাতায়নটি দ্রুত জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি ওয়েবসাইটে পরিণত হবে বলে আমার বিশ্বাস।