জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণঃ
ফুটবল
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথম বিভাগ ফুটবল লীগ,জেলা প্রশাসক গোল্ডকাপ,আন্তঃ উপজেলা ফুটবল টূর্ণামেন্ট আয়োজন করা হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থা ও বেসরকারী ক্রীড়া সংস্থা, সংগঠন বিভিন্ন ফুটবল টূর্ণামেন্ট আয়োজন করে থাকে। অতি সম্প্রতি বিভিন্ন কলেজে আন্তঃ শ্রেণী ফুটবল টূর্ণামেন্ট আয়োজ করা হচ্ছে। সরকারীভাবে মাধ্যমিক স্কুল ও মাদত্মাসা ক্রীড়া প্রতিযোগিতায় জেলার উলেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে থাকে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার মহিলা ফুটবল দল জাতীয় মহিলা প্রতিযোগিতায় পরপর দু’বার অংশ গ্রহণ করেছে।
ক্রিকেট
সিরাজগঞ্জে ব্যাপকভাবে ক্রিকেট চর্চা হয়ে থাকে। জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ও আন্তঃ উপজেলা ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজন করে থাকে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থা ও বেসরকারী ক্রীড়া সংস্থা,সংগঠন বিভিন্ন ক্রিকেটটূর্ণামেন্ট আয়োজন করে থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বয়সভিত্তিক বিভিন্ন ক্রিকেট টূর্নামেন্টে সিরাজগঞ্জ জেলা দল নিয়মিত অংশগ্রহণ করে । স্কুল ক্রিকেট টূর্ণামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হয়। ২০০৩ সালে ভারতের নয়া দিলীতে প্রথম স্কুল ক্রিকেট বিশ্বকাপে সিরাজগেঞ্জর বহুমুখী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে এক খেলায় পাকিস্থানের একটি স্কুলকে হারিয়ে আলোড়ন সুষ্ঠি করে।
ভলিবল
ভলিবল এই জেলার একটি জনপ্রিয় খেলা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই খেলার প্রতি আগ্রহী হয়ে উঠছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন
শীতকালে এই জেলায় প্রচুর ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে থাকে। তবে জ্যামনিশিয়াম না থাকায় সারা বছর এই খেলা চালানো সম্ভব হয়না।
দাবা
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নিয়মিতভাবে দাবা লীগ আয়োজন করে। জেলার স্কুল,কলেজ,ক্লাব,সমিতিতে দাবা খেলার আয়োজন করা হয়। জাতীয় চ্যাম্পিয়নশীপে সিরাজগঞ্জের দাবারুরা নিয়মিত অংশগ্রহণ করে এবং চলতি ২০০৯ সালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ দাবা লীগে সিরাজগঞ্জ জেলা দল অংশ গ্রহণ করে ভাল ফলাফল করেছে।
নৌকা বাইচ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সিরাগঞ্জ শহর রক্ষা বাধের হার্ড পয়েন্ট ( যমুনা নদী ) এলাকায় ২০০৩,২০০৪.২০০৫ ও ২০০৭ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। লক্ষাধিক মানুষ এই জল ক্রীড়া উপভোগ করেন। জেলার বিভিন্ন নদ-নদীতে এখন নিয়মিতভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ষাঁড়ের লড়াই
জেলার কিছু কিছু গ্রামে ষাঁড়ের লড়াই হয় যা গ্রামের মানুষ প্রাণভরে উপভোগ করে।
ঘোড়দৌড়
জেলার দুই/এক গ্রামে মাঝে মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয় ।
তায়কোয়ান্ড প্রতিযোগিতা
সিরাজগঞ্জ জেলা সদরে তায়কোয়ান্ড খেলা জনপ্রিয় হয়ে উঠছে। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশ তায়কোয়ান্ড ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে ৬টি গোল্ড এবং দলগতভাবে রানারআর্প হওয়ার গৌরব অর্জন করে।
খেলা ধূলার জন্য কয়টি মাঠ ষ্টেডিয়াম আছে এবং এর অবস্থান
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীন শহীদ সামসুদ্দিন ষ্টেডিয়াম আছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ আছে।
সিনেমা হলের তালিকা:
ক্রম | সিনেমা হলের নাম |
১ | মমতাজ সিনেমা হল, সিরাজগঞ্জ |
২ | লক্ষ্মী সিনেমা হল, সিরাজগঞ্জ |
৩ | মৌসুমি সিনেমা হল, সিরাজগঞ্জ |
৪ | করতোয়া সিনেমা হল, নিমগাছী, রায়গঞ্জ |
৫ | গোরি সিনেমা হল, শাহজাদপুর |
৬ | নতুন কাবেরী সিনেমা হল, উল্লাপাড়া |
৭ | রেহানা সিনেমা হল, সমেশপুর, বেলকুচি |
৮ | মুক্তি সিনেমা হল, চান্দাইকোনা, রায়গঞ্জ |
৯ | কাকলী সিনেমা হল, শাহজাদপুর |
১০ | বিউটি সিনেমা হল, পিপুলবাড়ীয়া, সিরাজগঞ্জ |
১১ | সোনালী সিনেমা হল, শাহজাদপুর |
১২ | সোহাগ সিনেমা হল, বেলকুচি |
১৩ | মল্লিকা সিনেমা হল, উল্লাপাড়া |
১৪ | অলোকা সিনেমা হল, সয়দাবাদ, সিরাজগঞ্জ |
১৫ | গোধুলী সিনেমা হল, বাহিরগোলা, সিরাজগঞ্জ |
১৬ | প্রিয়তমা সিনেমা হল, উল্লাপাড়া |
১৭ | বিনোদন সিনেমা হল, উল্লাপাড়া |
১৮ | জলসা-১ সিনেমা হল, বেলকুচি |
১৯ | মিতা সিনেমা হল, লাহেড়ী মহোনপুর, উল্লাপাড়া |
২০ | স্বপ্নপুরী সিনেমা হল, বেতিল, চৌহারী |
২১ | চিত্র মহল, দৌলতপুর, বেলকুচি |
২২ | আখিসিনেমা হল, দৌলতপুর, বেলকুচি |
২৩ | পল্লী বিলাস সিনেমা হল, দৌলতপুর, বেলকুচি |
২৪ | জলসা-২ সিনেমা হল, মুকুন্দগাতী, বেলকুচি |
২৫ | সিনেমা প্রসঙ্গে বিবিধ নথি |
২৬ | সিনেমা অপারেটর লাইসেন্স সংক্রান্ত নথি |
২৭ | সাগরিকা সিনেমা হল, চালা, বেলকুচি |
২৮ | নিউ রজনী গন্ধা সিনেমা হল, বেলকুচি |
২৯ | স্টার সিনেমা হল, বেতিল, এনায়েতপুর, চৌহালী |
৩০ | শাপলা সিনেমা হল, জামিরতা, শাহজাতপুর |
৩১ | যমুন সিনেমা হল, সাতকোয়া, কাজিপুর |
৩২ | ভাই ভাই আশা সিনেমা হল, নাটুয়ারপাড়া, কাজিপুর |
৩৩ | বর্ণাল সিনেমা হল, দ্বারিয়াপুর, শাহজাদপুর |
৩৪ | মনিহার সিনেমা হল, দ্বারিয়াপুর, শাহজাদপুর |
বিনোদনের অন্যান্য স্থানসমূহ
১. ইকো পার্ক
২. হার্ড পয়েন্ট
৩. বঙ্গবন্ধু সেতু
৪. রবীন্দ্র কাচারী বাড়ি, শাহজাদপৃর
৫. নবরত্ন মন্দির, রায়গজ্ঞ
৬. শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম
৭. ভাষানী মিলনায়তন
৮. প্রশাসন পার্ক
৯. পুলিশ পার্ক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস