Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যুব উন্নয়ন অধিদপ্তর হতে নিম্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়

 

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতাকোর্স ফি
০১গবাদিপশু,হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি২মাস ১৫ দিনপ্রতি ১৫ জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল৬০ জন (আবাসিক)৮ম শ্রেণী

১০০ টাকা।

(প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়)।

০২পোষাক তৈরী (শুধুমাত্র মহিলাদের জন্য)৪ মাসপ্রতি ১ জুলাই, নভেম্বর ও মার্চ৪০ জন (অনাবাসিক)৮ম শ্রেণী=৫০ টাকা
০৩মৎস্য চাষ১ মাসপ্রতি মাসের ১ তারিখ২০ জন (অনাবাসিক)৮ম শ্রেণী=৫০ টাকা
       
০৪কম্পিউটার৬ মাসপ্রতি ১ জুলাই ও জানুয়ারী৪০ জন (অনাবাসিক)এইচ.এস.সি=১,০০০ টাকা
০৫রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং৬ মাসপ্রতি ১ জুলাই ও জানুয়ারী৩০ জন (অনাবাসিক)এস.এস.সি/
অষ্টম শ্রেণী
=৩০০ টাকা
০৬ইলেকট্রনিক্স৬ মাসপ্রতি ১ জুলাই ও জানুয়ারী৩০ জন (অনাবাসিক)এস.এস.সি/
অষ্টম শ্রেণী
=৩০০ টাকা
০৭ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং৬ মাসপ্রতি ১ জুলাই ও জানুয়ারী৩০ জন (অনাবাসিক)এস.এস.সি/
অষ্টম শ্রেণী
=৩০০ টাকা
ক্রঃ নংপ্রশিক্ষণ ট্রেডের নামকোর্সের মেয়াদশিক্ষাগত যোগ্যতা
০১পারিবারিক হাঁস-মুরগী পালন৭/১৫/২১ দিন৮ম শ্রেণী
০২ছাগল পালন-ঐ--ঐ-
০৩গরু মোটা-তাজাকরণ-ঐ--ঐ-
০৪পারিবারিক গাভী পালন-ঐ--ঐ-
০৫মৎস্য চাষ-ঐ--ঐ-
০৬বসত বাড়ীতে সবজি চাষ-ঐ--ঐ-
০৭নার্সারী-ঐ--ঐ-
০৮পোষাক তৈরী-ঐ--ঐ-
০৯স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারণ-ঐ--ঐ-

১. প্রাতিষ্ঠানিক; ২. অপ্রাতিষ্ঠানিক;

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি-

১. প্রাতিষ্ঠানিক ট্রেড সমূহঃ

যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়, মাসুমপুর, সিরাজগঞ্জ।

২. অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমাণ) ট্রেড সমূহঃ

উক্ত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ উপজেলা পর্যায়ে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠন ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক তথা ভ্রাম্যমাণ প্রশিক্ষণের জন্য কোন কোর্স ফি এর প্রয়োজন হয়না।

যোগাযোগের ঠিকানাঃ- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, সিরাজগঞ্জ।

ঋণ কর্মসূচিঃ

যুবঋণঃ-প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ এর মাধ্যমে আত্মকর্মেনিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিতহওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তরথেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। ঋণেরশ্রেণী বিন্যাস নিম্নরুপঃ

(।)প্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অকুকহলে ১০,০০০টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

(।।) অপ্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকহলে ৫,০০০টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

সফল ঋণ পরিশোধকারীকে সর্বোচ্চ ৩ বার ঋণ প্রদানের ব্যবস্থা আছে। ঋণ পরিশোধের মেয়াদ ১২ মাস থেকে ২৪ মাস পর্যন্ত। সর্বোচ্চ ৪মাসের গ্রেস পিরিয়ড প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ১০% যা ক্রমহ্রাসমান হারে প্রায় অর্ধেক।

যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, সিরাজগঞ্জ।

(খ)পরিবারভিত্তিক ঋণঃ- পারিবারিকঐতিহ্য রক্ষাসহ মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিকসম্প্রীতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রধান্য দিয়ে স্বীয় পরিবেশে স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়ে আসছে।কর্মসূচির আওতায় ৫ জন সদস্যকে নিয়ে ১টি গ্রুপ এবং ৮ থেকে ১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি গ্রুপের একজন গ্রুপ প্রধান এবং প্রতি কেন্দ্রে একজন কেন্দ্র প্রধান থাকেন। কেন্দ্রের প্রতি সদস্য১ম দফায় ৮০০০টাকা,২য় দফায় ১০,০০০টাকা, ৩য় দফায় ১২,০০০টাকা, ৪র্থ দফায় ১৪,০০০টাকা এবং ৫ম দফায় ১৬,০০০টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে। সফল ঋণ পরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের ১ জনকে প্রয়োজনে মাত্র একবার ৩০,০০০টাকা থেকে ৫০,০০০টাকা পর্যন্ত এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ক্রমহ্রাসমান হারে ৫% যা ঋণ পরিশোধের পর শেষ ২ কিস্তিতে পরিশোধযোগ্য।

যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,সংশ্লিষ্ট উপজেলা, সিরাজগঞ্জ।

০৩। যুব সংগঠন তালিকাভূক্তিকরণঃ

যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের মূল দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে দেশের উন্নয়ন কর্মকান্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহন করানোর লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকাভূক্তি করা হয়।যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,সিরাজগঞ্জ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা।

০৪। যুব সংগঠনকে অনুদান প্রদানঃ- যুব সংগঠন সমূহকে কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়ে থাকে। তাছাড়া কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য অনুন্নয়ন খাত থেকেও প্রতি বছর অনুদান দেয়া হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ-উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,সিরাজগঞ্জ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা।

০৫। সার্ক ইয়ূথ এওয়ার্ড প্রদানঃ- দক্ষিণ এশিয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও উৎসাহ ব্যাঞ্জক যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ ১৯৯৭ সাল থেকে ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড ’’স্কীম চালু করা হয়। প্রতি বছর সার্ক সচিবালয় থেকে বাংলাদেশেও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে অসাধারন কৃতিত্বের জন্য ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড’’ প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ- প্রধান কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালক (বাস্তবায়ন), জেলা কার্যালয়ের উপ-পরিচালক/সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

০৬।  কমনওয়েলথ যুব পুরস্কার প্রদানঃ- যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব /যুব সংগঠনকে ‘‘কমনওয়েলথ ইয়ুথ এওয়ার্ড ’’প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ- প্রধান কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালক (বাস্তবায়ন), জেলা কার্যালয়ের উপ-পরিচালক/সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

০৭। জাতীয় যুব পুরস্কার প্রদানঃ- যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক/যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরুপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুব/যুব মহিলাকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর,সিরাজগঞ্জ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা।

০৮। নেটওয়ার্কিং জোরদারকরণঃ- যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচিভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণের লক্ষ্যে প্রতি উপজেলা থেকে কম পক্ষে ২টি যুব ক্লাব নির্বাচনের কার্যক্রম গ্রহন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও ভবিষ্যতে যুব ক্লাব নির্বাচন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে।

যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, সিরাজগঞ্জ।

০৯। তথ্য প্রদানঃ- যুব  উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ এবং যে কোন কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রদান করা হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ-জেলা পর্যায়ে উপ-পরিচালক/ডেপুটি কো-অর্ডিনেটর/সহকারী পরিচালক ও দায়িত্ব প্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়াধীন বিভিন্ন কর্মসূচীর সংক্রান্ত তথ্যাদিঃ

প্রশিক্ষণঃ

বাৎরিক লক্ষ্য মাত্রা = ৩৩৫০ জন।

চলতি অর্থ বৎসরের অগ্রগতি= ২২১ জন।

ক্রমপুঞ্জিত অগ্রগতি =৫৩১৫১জন।

আত্মকর্মঃ-

বাৎরিক লক্ষমাত্রা =২৯৯৬ জন।

চলতি অর্থ বৎসরের অগ্রগতি =১৪৩ জন।

ক্রমপুঞ্জিত অগ্রগতি = ৩২৮৮১ জন (পুরম্নষ-১৯১৩২ জন, মহিলা-১৩৭৪৯ জন)।

ঋণসংক্রামত্মঃ-

·                    চলতি অর্থ বৎসরে ঋণ বিতরণ          ঃ        ৫০,৯৬,৮০০/-।

·                    চলতি অর্থ বৎসরে উপকারভোগী       ঃ        ১৫০ জন।

·                    ক্রমপুঞ্জিত বিতরণ                         ঃ        ১৫,৪৪,৮৪,৪০০/-।

·                    ক্রমপুঞ্জিত উপকারভোগী                 ঃ        ৭,৮৩৮ জন।

·                    চলমান আদায়ের হার                     ঃ        ৮৯.২৬%।

·                    ক্রমপুঞ্জিত আদায়ের হার                 ঃ        ৯১.৪২%।