জনগণকে সহজে তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের নিচতলায় ১০৪ নং কক্ষে ফ্রন্ট ডেস্ক (জেলা-ই-সেবাকেন্দ্র) স্থাপন করা হয়েছে। ফ্রন্ট ডেস্কের (জেলা-ই-সেবাকেন্দ্র) মাধ্যমে দ্রুত জনসেবা প্রদানের লক্ষ্যে এখানে ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার ও টেলিফোন সংযোজন করা হয়েছে । ফ্রণ্ট ডেস্ক(জেলা-ই-সেবাকেন্দ্র) হতে অফিস চলাকালে একজন কর্মকর্তার তত্ত্ববাবধানে সার্বক্ষণিকভাবে একাধিক অফিস সহকারী জনগণকে বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগের জন্য সহায়তা করছেন। ফ্রন্ট ডেস্কে আপনার যেকোনো আবেদনও জমা দিতে পারেন। ফ্রন্ট ডেস্ক (জেলা-ই-সেবাকেন্দ্র) এ আপনি আপনার আবেদন জমা দিবেন এবং ফ্রন্ট ডেস্ক (জেলা-ই-সেবাকেন্দ্র) হতেই আপনার প্রয়োজনীয় তথ্য ,সমাধান, কাগজ পত্রাদি পাবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস