সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের ইতিহাস পরিচিতি
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ রাইফেল ক্লাব ১৯৬৫ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব রাশেদুল হাসান (সি.এস.পি) এর প্রচেষ্টায় গঠিত হয়। কিন্তু বিভিন্ন সময় ক্লাবটি উত্থান পতনের মর্ধ দিয়ে এগোতে থাকে। অবশেষ স্বাধীনতার দীর্ঘ সময় পর ১৯৮৬, ১৯৮৭ সনে সিরাজগঞ্জ জেলার দ্বিতীয় জেলা প্রশাসক জনাব ফজলুর রহমান সাহেবের সহযোগিতায় এবং তাঁর ঐকামিত্মক ইচ্ছায় জনাব আব্দুল মান্নান তালুকদার সাহেবের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় এবং এই ক্লাবের কার্যক্রম শুরম্ন হয়। প্রচুর অনুশীলনের মাধ্যমেসেই সময় বেশ কিছু জাতীয় শু্যটার এই ক্লাব থেকে সৃষ্টি হয়। ১৯৯০-১৯৯১ সালে আব্দুল মান্নান তালুকদার সাহেব জাতীয় সংসদ নির্বানে এম.পি. নির্বাচিত হওয়ায় এবং সেই সময় জেলা প্রশাসক জনাব ফজলুর সাহেবও বদলী হয়ে যায়। যার দরম্নন আব্দুল মান্নান তালুকদার সাহেব ক্লাবটির দিকে আর নজর দিতে পারেননি। এরপর এই ক্লাবটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় ক্লাবটি বন্ধ থাকায় ক্লাবের আগ্নেয় অস্ত্রের লাইসেন্স সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। পরবর্তীতে ১৯৯৯ সালে জেলা প্রশাসক জনাব এ.কে.এম. সামসুদ্দিন সাহেব এর সহযোগিতায় একটি কমিটি নির্বাচিন করা হয়। উক্ত কমিটিতে জনাব আলমাস আনোয়ার মোসত্মাব সাহেবেকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় এবং ক্লাবের হারিয়ে যাওয়া লাইসেন্সসহ একটি নিজস্ব .২২ বোর রাইফেল, একটি এয়ারম্যাচ রাইফেল উদ্ধার করা হয়। এরপর জনাব তৈমুর ফারম্নক মুন্না সাহেবের নেতৃত্বে একটি ৪ (চার) বৎসর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক জনাব এবাদত আলী সাহেব এর সহযোগীতায় ও পরবর্তীতে জনাব আমিনুল বর চৌধুরী সাহেবের ঐকামিত্মক প্রচেষ্টায় বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের উত্তর পার্শ্বে একটি দোতালা ভবন ক্লাবের জন্য বরাদ্দ প্রদান করেন। কিন্তু ভবনটি অতি পুরাতন জরাজীর্ণ হওয়ায় শু্যটারগণ জীবনের ঝুঁকি নিয়ে অনুশীলন করছিল। এ অবস্থায় ১৬তম জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেব জেলা পরিষদ থেকে ভবনটি মেরামতের জন্য ৭৫,০০০/- টাকা বরাদ্দ করে দিয়েছেন। উলেস্নখ্য যে, এই দোতালা ভবনের নিচে একটি ১০ মিটার রেঞ্জ রয়েছে। এই ক্লাবটি জাতীয় শু্যটিং ফেডারেশনের এফিলিয়েটেড।
কার্যকরী কমিটির পরিচিতি
৪(চার) বৎসর মেয়াদী
ক্রঃ নং |
কার্যকরী সদস্যের নাম |
পদবী |
০১ |
জনাব ড. ফারুক আহাম্মদ |
সভাপতি ও জেলা প্রশাসক, সিরাজগঞ্জ (পদাধিকারে) |
০২ |
জনাব হাসিবুল আলম, বিপিএম |
সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার সিরাজগঞ্জ (পদাধিকারে) |
০৩ |
জনাব এ,বি,এম, রওশন কবীর |
সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (পদাধিকারে) |
০৪ |
জনাব মোঃ মোশাররফ হোসেন |
সহ-সভাপতি (নির্বাচিত) |
০৫ |
জনাব মোঃ তৈমুর ফারম্নক মুন্না |
সধারণ সম্পাদক (নির্বাচিত) |
০৬ |
জনাব মোঃ আবুল কালাম আজাদ |
যুগ্ম সাধারণ সম্পাদক (নির্বাচিত) |
০৭ |
জনাব আলহাজ আব্দুল কাদের |
কোষাধক্ষ্য (নির্বাচিত) |
০৮ |
জনাব আলহাজ্ব মোকাদ্দেস আলী |
নির্বাহী সদস্য ও মেয়র, সিরাজগঞ্জ পৌরসভা (পদাধিকার) |
০৯ |
জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন |
নির্বাহী সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর (পদাধিকার) |
১০ |
জেলা আনসার ও ভিডিপি অফিসার |
নির্বাহী সদস্য (পদাধিকার) |
১১ |
জনাব মোহাম্মদ সালাহউদ্দিন |
নির্বাহী সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ (পদাধিকার) |
১২ |
জনাব মোঃ মকবুল হোসেন চৌধুরী |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৩ |
জনাব আলহাজ আলাউদ্দিন আহম্মেদ |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৪ |
জনাব আহসান হাবিব চৌধুরী বাবু |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৫ |
জনাব মঞ্জুর রহমান খান |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৬ |
জনাব আব্দুল মান্নান |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৭ |
জনাব সেলিম রেজা |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৮ |
জনাব খাইরম্নল আলম তাং আরজু |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
১৯ |
জনাব হেলালুর রহমান |
কার্যকরী সদস্য (নির্বাচিত) |
শ্যুটিং কার্যক্রম
জাতীয় শু্যটিং ফেডারেশন এর সহযোগিতায় বাছাইকৃত ক্লাবের ০৬ জন ছেলে ও ০৪ জন মেয়ে সহ ১০ (দশ) জন শু্যটার নিয়মিত ক্লাব শু্যটিং রেঞ্জে সপ্তাহে ৩ (তিন) দিন অনুশীলন করে থাকে। এ ছাড়া শু্যটারদের মধ্য হইতে জাতীয় পর্যায়ে ম্যাচ রাইফেল অনুশীলন ও প্রতিযোগীতায় জুনিয়র গ্রম্নপে সমগ্র বাংলাদেশের মধ্যে ৩য়, ৮ম ও ১২ তম স্থান অর্জন করে।
ক্লাবের নিজস্ব আগ্নেয়াস্ত্রের তালিকা
১। .২২ বোর রাইফেল (ব্রন) টি।
২। .১৭৭ এয়ার ম্যাচ রাইফেল (জার্মানী) ১টি।
৩। .১৭৭ এয়ার ম্যাচ রাইফেল (টার্কিস) ২টি
৪। .১১৭ এয়ার রাইফেল ১টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস