Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরমস্ ও স্টেশনারী শাখা
বিস্তারিত

ফরমস্ ও স্টেশনারী শাখা


নাগরিক সেবা

ক্রঃ নং

সার্ভিস/সেবার প্রকৃতি

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা/শাখা

সেবা প্রদানের সময় সীমা

মন্তব্য

০১

স্টেশনারী মালামাল সরবরাহ ও বিতরণ-

ক) অপসেট পেপার

খ) ডুপ্লিকেটিং পেপার

গ) নোট সীট পেপার

 

কালেক্টরেটের বিভিন্ন শাখা এবং উপজেলা নির্বাহী অফিস সমূহ

চাহিদার ভিত্তিতে প্রাপ্যতা ও মজুদ সাপেক্ষে বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে বিভিন্ন স্টেশনারী মালামাল বিতরণ করা হয়।

০২

বিভিন্ন ফম্স সরবরাহ ও বিতরণ

কালেক্টরেটের বিভিন্ন শাখা এবং উপজেলা নির্বাহী অফিস সমূহ

চাহিদার ভিত্তিতে প্রাপ্যতা ও মজুদ সাপেক্ষে বিতরণ করা হয়।

কর্মকর্তা কর্মচারীদের এসিআর,বেতন বিল, চালান ফরম ইত্যাদি বিভিন্ন ফরম প্রাপ্যতা ও মজুদ সাপেক্ষে বিতরণ করা হয়।

০৩

বিভিন্ন শাখায় বই আদান-প্রদান করা হয়।

কালেক্টরেটের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী

৩০ দিনের মধ্যে উত্তোলিত বই ফেরত দিয়ে আবার নতুন বই উত্তোলন করা যায়।

প্রয়োজন অনুযায়ী ইস্যু করা হয়।

০৪

গেজেট

প্রাপ্য গেজেট সমূহ সংরক্ষণ করে বই আকারে বাধাই করে রাখা হয়।

 

-

প্রয়োজন অনুযায়ী ইস্যু করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

Øসরকারী বরাদ্দকৃত অর্থ থেকে আঞ্চলিক অফিস, বগুড়া থেকে স্টেশনারী মালামাল সরবরাহ করে কালেক্টরেটের বিভিন্ন শাখা এবং উপজেলা নির্বাহী অফিস সমূহ চাহিদা ভিত্তিতে প্রাপ্যতা ও মজুদ সাপেক্ষে বিতরণ করা হয়।

 

Øবিভিন্ন ফম্স সরবরাহ করে কালেক্টরেটের বিভিন্ন শাখা এবং উপজেলা নির্বাহী অফিস সমূহে বিতরণ করা হয়।

 

Øসরকারী বরাদ্দকৃত অর্থ থেকে বিভিন্ন প্রকার বই ক্রয় করে লাইব্রেরী ফরম্স এন্ড স্টেশনারী শাখায় সংরক্ষণ ও কর্মকর্তা কর্মচারীদের চাহিদা অনুযায়ী বই সরবরাহ ও ইস্যু করা হয়।

 

প্রাপ্য গেজেট সমূহ বই আকারে বাধাঁই করে সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী ইস্যু করা হয়।


যোগাযোগ

ইমেইল:lfs.dcsiraj@yahoo.com ফ্যাক্স: ০৭৫১-৬৩৯০১ ডাক ঠিকানা: সহকারী কমিশনার লাইব্রেরী, ফরমস্ ও স্টেশনারী শাখা জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগন্জ।


অন্যান্য

0


কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা