Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সংস্থাপন শাখা
বিস্তারিত

সংস্থাপন শাখা


নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সকল প্রকার বিল (বেতন-ভাতাদি, ভ্রমণব্যয় বিল, শ্রান্তিবিনোদন বিল, উৎসব ভাতা বিল, আয়কর বিল) প্রস্ততকরণ ও প্রদান করা হয়।

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ছুটি সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ ও অবমুক্তকরনকার্যাদি সম্পন্ন করা হয়।

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য ছাড়পত্র সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাসিক ও মাসিক বিবরণী প্রেরণ করা হয়।

·বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে কর্ম বন্টন (শাখা) সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে মাসিক স্টাফ সভা সম্পন্ন করা হয়।

·নন-গেজেটেড কর্মকর্তাদের ভ্রমণসূচীঅনুমোদন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের সকল প্রকার বিল (বেতন-ভাতাদি, ভ্রমন ব্যয় বিল, শ্রান্তিবিনোদন বিল, উৎসব ভাতা বিল, আয়কর বিল) প্রস্ততকরণ ও প্রদান করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ/বদলি করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের টাইমস্কেল, দক্ষতাসীমা প্রদান সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের অবসর গ্রহণ সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের পারিবারিক পেনশন সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের ভবিষ্য তহবিল অগ্রিম, গৃহ নির্মাণ অগ্রিম ঋণ ও মোটর সাইকেল অগ্রিম ঋণ সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের যৌথ বীমা ও কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য মঞ্জুরী সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের বিরতদ্ধে বিভাগীয় মামলা সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৩য় শ্রেণীর কর্মচারীদের পদোন্নতি সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয়।

·৪র্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতি (সাধারণ প্রশাসন) সংক্রান্তকার্যাদি সম্পন্ন করা হয় ।

·কর-ব্যতীত রাজস্ব প্রাপ্তির মাসিক ওত্রৈমাসিক প্রতিবেদন প্রেরণ করা হয়।

·বরাদ্দ ও ব্যয়ের ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ করা হয়।


যোগাযোগ

ইমেইল:est.dcsiraj@yahoo.comফোন:০৭৫১-৬২৬০৭ফ্যাক্স:০৭৫১-৬৩৯০১ডাক ঠিকানা:সহকারী কমিশনার, সংস্হাপন শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ।


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা