রেকর্ডরুম
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা গ্রহণের প্রক্রিয়া |
সেবা প্রদানের সময় সীমা |
||||||||||||||||
০১ |
খতিয়ানের জাবেদা নকল সরবরাহ |
প্রথমে আবেদন ফরমটি সংগ্রহ করে ফরমটি যথাযথ পূরণ করে জরুরী আবেদনের ক্ষেত্রে ২০ টাকার কোর্ট ফি, প্রয়োজনীয় ফলিও প্রতি ফলিওতে ২টাকা মূল্যের কোর্ট ফি এবং সাধারণ আবেদনের ১০ টাকা মূল্যের কোর্ট ফি প্রতি ফলিওতে ১ টাকা মুল্যের কোর্ট ফি লাগিয়ে জমা দিতে হয়। |
জরুরী ভাবে আবেদন করলে ৩ দিনের মধ্যে এবং সাধারণ ভাবে আবেদন করলে ৭দিনের মধ্যে জাবেদা নকল পাওয়া যাবে। |
||||||||||||||||
০২ |
ইনফরমেশন স্লিপ (তথ্য ফরম) সরবরাহ |
ফরমটির কলাম যথাযথ পূরণ করে ১৩ টাকার কোর্ট ফি লাগিয়ে জমা দেয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর শেষে রেজিষ্টারভুক্ত হয় । |
রেজিষ্টারভুক্ত হওয়ার পর প্রসত্মুত পূর্বক সরবরাহ দেয়া হয়। |
||||||||||||||||
০৩ |
ম্যাপ/নক্সা |
নক্সা পেতে হলে সাদা কাগজে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করে আবেদনের সাথে ১০ টাকা মূল্যের কোর্ট ফি এবং ৩৫০/- টাকা সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, সিরাজগঞ্জ এ নিম্মোক্ত চালান নমবরে জমা দিতে হবে।
|
চালান কপি অফিসে জমা দিলে নক্সা ও চালান রেজিষ্টারে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাÿর পূর্বক সরবরাহ করা হয়। |
||||||||||||||||
০৪ |
ফৌজদারী কেস সংক্রান্ত জাবেদা নকল |
ফরমটি সংগ্রহ করে কলাম সমূহ যথাযথ ভাবে পূরণ করে জরুরী আবেদনের ক্ষেত্রে ২০ টাকার কোর্ট ফি, এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে১০ টাকা মূল্যের কোর্ট ফি আবেদনের সহিত লাগিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড রুম শাখায় জমা দিলে কর্মকর্তার স্বাÿর হওয়ার পর রেজিষ্টারে এন্ট্রি হয়। ইহার পর আবেদনপত্রটি সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়। জরুরী আবেদনের ক্ষেত্রে প্রতি ফলিও ২টাকা এবং সাধারণ আবেদনের ক্ষেত্রেপ্রতি ফলিও ১ টাকা মূল্যের কোর্ট ফি জমা প্রদান করতে হবে। |
মূল নথি পাওয়ার পর প্রয়োজনীয় ফলিও কোর্ট ফি জমা দিলে জরুরী আবেদনের ক্ষেত্রে ৩ দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৭ দিন পর নকল সরবরাহ দেয়া হয়। |
0
নির্ধারিত ফরমে জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে খতিয়ানের জাবেদা নকল সরবরাহ করা হয়।
Øঅত্র শাখা হতে সি এস, এস এ ও আর এস খতিয়ানের জাবেদা নকল সরবরাহ বরা হয়।
Øসরকারী স্বার্থে বিনামূল্যেও জাবেদা নকল সরবরাহ করা হয়।
Øকোন খতিয়ানের আবেদন ত্রুটিজণিত কারণে বাতিল হলে সেক্ষেত্রে খতিয়ানের তথ্য (ইনফরমেশন স্লিপ) সরবরাহ করা হয়।
Øজাবেদা নকল সরবরাহ শেষে সংশ্লিষ্ট রেকর্ডগুলি থানাওয়ারী নির্দিষ্ট স্থানে সংরক্ষন করা হয়।
Øচাহিত আবেদনের প্রেক্ষিতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ট্রেজারী চালানের মাধ্যমে নক্সা সরবরাহ করা হয়।
Øফৌজদারী মামলা জনিত কারণে নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে চাহিত কেসের জাবেদা নকল সরবরাহ করা হয়।
ইমেইল:rr.dcsiraj@yahoo.comফ্যাক্স:০৭৫১-৬৩৯০১ডাক ঠিকানা:সহকারী কমিশনার, রেকর্ডরুম, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস