ব্যবসা ও বাণিজ্য শাখা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সময় |
০১ |
১। লৌহ ও ইস্পাতজাত সামগ্রী, সিমেন্ট, মিল্কফুড, সিগারেট, সুতা, কাপড়, জুয়েলারী, স্বর্ণালংকার প্রস্ত্ততকারক (গোল্ডস্মিথ), সিনেমা হল এবং হোটেল ও রেস্তোরাঁ ডিলিং লাইসেন্স। |
উক্ত ডিলিং লাইসেন্সের জন্য নির্ধারিত ফরমে (ব্যবসা ও বাণিজ্য শাখায় পাওয়া যায়) নিম্নলিখিত কাগজপত্র -সহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবেঃ
ক) ট্রেড লাইসেন্স খ) নাগরিকত্ব সনদ গ) দোকান/স্থাপনার মালিকানা/ভাড়া সংক্রান্ত কাগজপত্র ঘ) জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড ঙ) লাইসেন্স ফি জমার চালানের মূল কপি। চ) হোটেল ও রেস্তোরার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সনদ এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত হোটেলে কর্মরত কর্মচারীদের স্বাস্থগত সনদ।
লাইসেন্স ফি এর হারঃ
১। সিমেন্ট -------------------------------৫০০/-
২। লৌহ ও ইস্পাতজাত------------------১০০০/-
৩। সুতা (খুচরা) --------------------------১০০/-
৪। সুতা (পাইকারী)-----------------------৪০০/-
৫। কাপড় (খুচরা)-------------------------২০০/-
৬। কাপড় (পাইকারী)--------------------১০০০/-
৭। গোল্ডস্মিথ-----------------------------১০০/-
৮। জুয়েলারী----------------------------১০০০/-
৯। মিল্কফুড--------------------------------৫০/- ১০। সিগারেট (খুচরা)--------------------১০০০/-
১১। সিনেমা হল--------------------------৪০০/-
|
আবেদন প্রাপ্তির ৪(চার) কার্যদিবসের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়। অনুকূল প্রতিবেদন প্রাপ্তির ০৭(সাত) কার্যদিবসের মধ্যে অত্র কার্যালয় হতে নিষ্পত্তি করা হয়। |
0
Øলৌহ ও ইস্পাতজাত সামগ্রী, সিমেন্ট, মিল্কফুড, সিগারেট, সুতা, কাপড়, জুয়েলারী, স্বর্ণালংকার প্রস্ত্ততকারক (গোল্ডস্মিথ), সিনেমা হল এবং হোটেল ও রেস্তোরাঁ ডিলিং লাইসেন্স প্রদান।
Øলৌহ ও ইস্পাতজাত সামগ্রী, সিমেন্ট, মিল্কফুড, সিগারেট, সুতা, কাপড়, জুয়েলারী, স্বর্ণালংকার প্রস্ত্ততকারক (গোল্ডস্মিথ), সিনেমা হল এবং হোটেল ও রেস্তোরাঁ ডিলিং লাইসেন্স নবায়ন ।
Øহোটেল ও রেস্তোরাঁর নিবন্ধন, লাইসেন্স প্রদান ও নবায়ন।
ইমেইল:tnc.dcsiraj@yahoo.comফোন:০৭৫১-৬২৬৬২ফ্যাক্স:০৭৫১-৬৩৯০১ডাক ঠিকানা:সহকারী কমিশনার, ব্যবসা ও বাণিজ্য শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগন্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস