জেনারেল সার্টিফিকেট শাখা
১। সকল সরকারি অনাদায়ী অর্থ আদায়ের জন্য এ শাখায় সার্টিফিকেট মামলা দায়ের করা হয়।
২। পাওনা টাকা আদায়ের জন্য পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ৭ ধারা নোটিশ জারী করা হয়।
৩। ৭ ধারা নোটিশ জারী হওয়ার পর খাতক পাওনা টাকা পরিশোধ না করলে পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ১৩,১৪ ধারা ক্রোকী পরওয়ানা নোটিশ জারী করা হয়।
৪। ক্রোক করার মত কোন অসহাবর সম্পত্তি না থাকলে পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ২৯ ধারায় কেন
দেনাদারকে আটক করে জেলে সোপর্দ করা হবে না সেমর্মে কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়।
৫। এতেও দেনাদার পাওনা টাকা জমা প্রদান না করলে গ্রেফতারী পরওয়ানা জারী এবং জেলে সোপর্দ করে পাওনা
টাকা আদায়ের ব্যবসহা নেয়া হয়।
৬। পাওনা টাকা আদায়ের পর আদেশনামায় সার্টিফিকেট অফিসার কর্তৃক নিষ্পত্তির আদেশ প্রদান করা হয়।
৭। আদায়ী টাকার মাসিক বা ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিত উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়ে থাকে।
0
১। সকল সরকারি অনাদায়ী অর্থ আদায়ের জন্য এ শাখায় সার্টিফিকেট মামলা দায়ের করা হয়।
২। পাওনা টাকা আদায়ের জন্য পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ৭ ধারা নোটিশ জারী করা হয়।
৩। ৭ ধারা নোটিশ জারী হওয়ার পর খাতক পাওনা টাকা পরিশোধ না করলে পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ১৩,১৪ ধারা ক্রোকী পরওয়ানা নোটিশ জারী করা হয়।
৪। ক্রোক করার মত কোন অসহাবর সম্পত্তি না থাকলে পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ এর আওতায় ২৯ ধারায় কেন
দেনাদারকে আটক করে জেলে সোপর্দ করা হবে না সেমর্মে কারণ দর্শানোর নোটিশ জারী করা হয়।
৫। এতেও দেনাদার পাওনা টাকা জমা প্রদান না করলে গ্রেফতারী পরওয়ানা জারী এবং জেলে সোপর্দ করে পাওনা
টাকা আদায়ের ব্যবসহা নেয়া হয়।
৬। পাওনা টাকা আদায়ের পর আদেশনামায় সার্টিফিকেট অফিসার কর্তৃক নিষ্পত্তির আদেশ প্রদান করা হয়।
৭। আদায়ী টাকার মাসিক বা ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিত উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়ে থাকে।
ইমেইল:certificate.dcsiraj@yahoo.comফ্যাক্স:০৭৫১-৬৩৯০১ডাক ঠিকানা:জেনারেল সার্টিফিকেট অফিসার, জেনারেল সার্টিফিকেট শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগন্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস