"জনবহুল স্থান এড়িয়ে চলি,
পশুর হাট অ্যাপসে পশু ক্রয়-বিক্রয় করি"
প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.app.poshurhaat
আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘরে বসে অনলাইনে "পশুর হাট" নামে পশু বেচা-কেনার মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
অ্যাপটিতে ৫ ধরণের ব্যবহারকারী রয়েছেঃ
অ্যাপটি ব্যবহারের সুবিধা সমূহঃ
১. অ্যাপটি বাংলাদেশের যেকোন জায়গা থেকে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই সুপার এডমিন কর্তৃক কোনো নির্দিষ্ট জেলার নূন্যতম একজন জেলা প্রশাসন এডমিন রোলের ব্যবহারকারী অ্যাপটিতে তৈরি করে নিতে হবে।
২. জেলা প্রশাসন এডমিন, প্রয়োজন অনুযায়ী লাইভস্টক এডমিন রোল এর ব্যবহারকারী অ্যাপটিতে সংযুক্ত করে দিতে পারবেন, যারা পরবর্তীতে প্রান্তিক পর্যায়ের খামারীদের বিক্রেতা হিসেবে অ্যাপটিতে সংযুক্ত করবেন।
৩. ক্রেতা ও বিক্রেতাসহ অ্যাপের সকল ব্যবহারকারী নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নাম্বারটি ইউজার আইডি হিসেবে ব্যবহার করে অ্যাপটিতে লগইন করতে পারবেন।
৪. অ্যাপটি অ্যান্ড্রয়েড চালিত যেকোনো ডিভাইস থেকে APK ইন্সটল করে অথবা www.poshurhaat.com - এই ওয়েবসাইটটি ব্রাউজ করে যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন।
৮। মূলত প্রান্তিক পর্যায়ের খামারীরা বিক্রেতা হিসেবে এই অ্যাপটিতে যুক্ত হবেন। তবে কোনো বিক্রেতা নিজে অ্যাকাউন্ট খুললে লাইভস্টক এডমিন অ্যাপ্রুভ করে দিলে তার অ্যাকাউন্টটি সচল হবে। বিক্রেতা তার অ্যাকাউন্টে লগইন করার পর প্রাপ্ত ড্যাশবোর্ড থেকে পশুর বর্ণনা পোস্ট করবেন। পরবর্তীতে কোনো পশু বিক্রি হলে সেটিও ড্যাশবোর্ড থেকে চিহ্নিত করে দিবেন।
৯। অ্যাপটির মূল ব্যবহারকারী হবেন ক্রেতাগণ। এক্ষেত্রে ক্রেতাকে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার ইংরেজিতে প্রদত্ত মোবাইল নাম্বারটি অ্যাপে ইউজার আইডি হিসেবে ব্যবহার হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর বিভিন্ন খামারীর পশু বিক্রি করার পোস্ট নিউজ ফিড আকারে ক্রেতা দেখতে পাবেন। কোনো একটি পোস্টের লিংক এ ক্লিক করলে সেখান থেকে ঐ পশুর ছবি ভিডিওসহ বিস্তারিত তথ্য দেখে ক্রেতা বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
পশুর হাট প্রকল্পের বিস্তারিতঃ
অ্যাপের নামঃ পশুর হাট
ভার্সনঃ ১.০
উদ্ভাবনী উদ্যোগঃ জেলা প্রশাসন সিরাজগঞ্জের একটি উদ্ভাবনী উদ্যোগ
পরিকল্পনায়ঃ
প্রজেক্ট ম্যানেজারঃ
কম্পিউটার প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ
ডিজাইনারঃ আইতুল আব্দুল্লাহ
ডেভেলপারঃ মোঃ হাসানুর রহমান হাসান
প্রজেক্ট টিমঃ এস এফ টেকনোলজিস লিমিটেড, সিরাজগঞ্জ
প্লে-স্টোর এর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.app.poshurhaat
ওয়েবসাইটঃ www.poshurhaat.com