ডিজিটাল মেলা ২০২০ কুইজ প্রতিযোগিতা
আয়োজনেঃ জেলা প্রশাসন, সিরাজগঞ্জ
কারা অংশগ্রহণ করতে পারবেনঃ এটি একটি "উন্মুক্ত প্রতিযোগিতা" তাই যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
পুরস্কারের তালিকাঃ
১ম পুরস্কার- ২০০০ টাকা
২য় পুরস্কার- ১৫০০ টাকা
৩য় পুরস্কার- ১০০০টাকা
অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। ডিজিটাল মেলা ২০২০ এর "শিক্ষা ও কর্মসংস্থান" প্যাভিলিয়নের আওতায় শিক্ষা ট্যাবের ভিতরে (এই লিংকেঃ
http://www.sirajganj.gov.bd/site/view/digitalfair_edu_emp/Education)
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণেরর জন্য গুগল ফর্মের লিংক দেয়া আছে। গুগল ফর্মঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKIZxH5LGG6TLzZXm6RZuKWBOZhTO0G722__Qyeepq6WtuVg/viewform
২। ফর্মের লিংকে ক্লিক করে ফর্মে গিয়ে আপনার নাম, পুরস্কারের অর্থ গ্রহণের মাধ্যম/বিকাশ/রকেট/শিওর ক্যাশ অপশন পছন্দ করে মোবাইল নম্বরটি প্রদান করুন।
৩। কুইজের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে আপনার উত্তর জমা দিন।
৪। একজন ব্যবহারকারী সর্বোচ্চ একবার উত্তর জমা দিতে পারবেন (একাধিকবার উত্তর জমা দেওয়ার তথ্য প্রমাণিত হলে পুরস্কারের অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন)।
৫। সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বার প্রাপ্তকারীদের মাঝ থেকে লটারির মাধ্যেমে তিন জন বিজয়ী নির্বাচন করা হবে।
৬। যেহেতু এটি উন্মুক্ত প্রতিযোগিতা, সেহেতু দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে এই কুইজে অংশগ্রহণ করা যাবে ।
৭। উত্তর জমাদানের শেষ সময় ৩০ জুন ২০২০ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস