Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষা ও কল্যাণ শাখা
বিস্তারিত

শিক্ষা ও কল্যাণ শাখা


নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

Øজেলা প্রশাসক সিরাজগঞ্জ সভাপতি হিসাবে দায়িত্ব পালন কারে স্কুল ও কলেজের প্রতি মাসের বেতন বিল স্বাক্ষর করা হয়ে থাকে।

Øস্কুল ও কলেজের যাবতীয় পাবলিক পরীক্ষা গুলোতে পরীক্ষা কেন্দ্রওয়ারী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

Øস্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগারি প্রতিষ্ঠান গুলোর কেন্দ্র নিবাৃচন করে নিরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

Øপাবলীক পরীক্ষা সংক্রান্ত সকল স্তরের প্রশ্নপত্র ও গোপনীয় কাগজাদি একজন সহকারী কমিশনার ও নিবাৃহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিজি প্রেস, তেজগাঁও হতে গ্রহণান্তে ট্রেজারীসহ উপজেরা পর্যায়ে নিরাপত্তার মাধ্যমে প্রেরণ ও সংরক্ষণ করা হয়ে থাকে।

Øপ্রতিটি পাবলিক পরীক্ষার প্রারম্ভে পরীক্ষা সংক্রান্ত প্রস্ত্ততিমূলক সভা পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে করা হয়ে থাকে।

Øজেলা প্রশাসকের নেতৃত্বে উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রাশসনিক কর্মকর্তাগণ পরিদর্শন শেষে মাসিক সভায় আলোচনা করে বিভিন্ন ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।

Øবিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসায় এম পি ও ভূক্তি সংক্রান্ত কাগজ পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়ে থাকে।

Øবিভিন্ন স্কুল কলেজের একাডেমীক স্বীকৃতি ও মঞ্জুরী প্রদানের কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

Øযে সকল স্কুল ও কলেজে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সেই সব স্কুল কলেজের শিক্ষক নিয়োগের কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

Øসকল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অভিযোগের আবেদন উপজেলাওয়ারী কর্মকর্তা দ্বারা তদন্ত করান, নিস্পত্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বরাবরে কার্যকরী নেয়ার জন্য প্রেরণ করা হয়ে থাকে।


যোগাযোগ

ইমেইল:enw.dcsiraj@yahoo.comফোন:০৭৫১-৬৩৩৪১ফ্যাক্স:০৭৫১-৬৩৯০১ডাক ঠিকানা:সহকারী কমিশনার, শিক্ষা ও কল্যান শাখা, জেলা প্রশাসকের কার্যালয়,সিরাজগন্জ।


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা